[english_date]

আগামীকাল সারাদেশে বই বিক্রি বন্ধ থাকবে

দুই প্রকাশকের ওপর হামলার প্রতিবাদে সোমবার সকাল থেকে দুপুর দুইটা পর্যন্ত সারা দেশে বই বিক্রি বন্ধ থাকবে। রবিবার বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

সংগঠনের কেন্দ্রীয় ও রাজধানী কমিটির যৌথসভায় এই কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি আলমগীর শিকদার।

বই বিক্রি বন্ধ ছাড়াও সভায় সোমবার থেকে তিন দিন বাংলাবাজারে সংগঠনের প্রধান কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, আগামীকাল কালোব্যাজ ধারণ, মৌন মিছিল, হামলার বিচার চেয়ে ঢাকার জেলা প্রকাশকের কাছে স্মারকলিপি পেশ ও জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নেয়া হয়।

শনিবার হামলায় শুদ্ধস্বরের প্রকাশক আহমেদুর রশীদ চৌধুরী ওরফে টুটুলসহ তিনজন আহত হন। অন্যদিকে জাগৃতির প্রকাশক ফয়সাল আরেফিন দীপন নিহত হন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ