১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

আগামীকাল থেকে শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ

চলতি বছরই শেষ হয়েছে ওয়ানডে বিশ্বকাপের এগারতম আসর। ফলে এখনো কিছুটা রেশ রয়ে গেছে ওই বিশ্বকাপের। কিন্তু এর মাঝেই ২০১৯ বিশ্বকাপ নিয়ে চিন্তা-ভাবনাটা শুরু করে দিয়েছে শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজ। কারণ ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত র‌্যাংকিং-এর শীর্ষ আট দল বারতম বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে। তাই বিশ্বকাপের টিকিট পাওয়ার পথে এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করছে শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে রবিবার বাংলাদেশ সময় বেলা তিনটায় শুরু হবে ম্যাচটি।

র‌্যাংকিং-এর কারণেই কিছুদিন আগে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলাটা নিশ্চিত করেছে শীর্ষ আট দল। ঠিক একই নিয়মে নিশ্চিত হবে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলবে কোন আটটি দল। তাই র‌্যাংকিং-এর দিকে চোখ দিয়ে আগামী বিশ্বকাপ নিয়ে চিন্তা শুরু করে দিয়েছে দলগুলো।

তাই আসন্ন ওয়ানডে সিরিজেও সেই চিন্তা এখন করতে হচ্ছে শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজকে। এছাড়া র‌্যাংকিং তালিকায় দু’দলের অবস্থানটাও খুব একটা মজবুত নয়। ১০৩ রেটিং নিয়ে টেবিলের পঞ্চমস্থানে রয়েছে শ্রীলংকা। আর ৮৮ রেটিং নিয়ে টেবিলের অষ্টমস্থানে ওয়েস্ট ইন্ডিজ। র‌্যাংকিং-এ নীচের দিকে থাকায় ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার ছাড়পত্র পায়নি ক্যারিবীয়রা।

আগামী বিশ্বকাপ নিয়ে চিন্তা এখনই শুরু করে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। কারণ ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ওয়ানডে র‌্যাংকিং-এ শীর্ষ আট দলের মধ্যে থাকতে হবে তাদের। এই বিষয়টি বেশ ভালোই জানে ওয়েস্ট ইন্ডিজ। তাই শ্রীলংকা সিরিজ দিয়ে লক্ষ্য পূরনের যাত্রা শুরু করতে চায় দল এমনটাই বললেন ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডার, ‘সামন্য কিছু রেটিং-এর কারনে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেয়া থেকে বাদ পড়েছি আমরা। তবে এখন থেকেই ওয়ানডে বিশ্বকাপ নিয়ে চিন্তা করতে হবে। যাতে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো শেষ মুর্হূতে বিশ্বকাপ থেকে বাদ পড়তে না হয়। এজনন্য শ্রীলংকা সিরিজ দিয়েই ওয়ানডে আগামী ২৩ মাস ভালো পারফরমেন্স করতে চাই আমরা। সিরিজ জয়ই প্রধান লক্ষ্য আমাদের। সিরিজ জিততে পারলে রেটিংও বেড়ে যাবে আমাদের। যা ভবিষ্যতে ভালো কাজে দেবে।’

ওয়েস্ট ইন্ডিজের মত বিশ্বকাপ নিয়ে ভাবছে শ্রীলংকাও। তিন ম্যাচের সিরিজ জিতে রেটিং বাড়িয়ে নিতে চাইছে স্বাগতিকরা। এমন মন্তব্য লংকান অধিনায়ক এ্যাঞ্জেলো ম্যাথুজের, ‘র‌্যাংকিং টেবিলে আমাদের অবস্থা কিছুটা ভালো। তবে আগামী ২৩ মাস পরও ভালো অবস্থায় থাকতে হবে। এজন্য এখন থেকেই রেটিং-এর দিকে চোখ রেখে কাজ করতে হবে। শীর্ষ আট দলের মধ্যে থাকতে হলে বেশক’টি ম্যাচ জিততে হবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়েই রেটিং বাড়ানোর যাত্রাটা শুরু করতে চাই। এজন্য ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজটি জয়ের লক্ষ্যে নিয়ে খেলতে নামবো আমরা।’

শ্রীলংকা স্কোয়াড : এ্যাঞ্জেলো ম্যাথুজ (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে (সহ-অধিনায়ক), তিলকরত্নে দিলশান, কুসল পেরেরো, দিনেশ চান্ডিমাল, মিলিন্দা সিরিবর্দেনে, শেহান জয়সুরিয়া, সাচিত্রা সেনানায়েকে, জেফ্রে বন্দরসে, অজন্তা মেন্ডিজ, ল্যাসিথ মালিঙ্গা, নুয়ান কুলাসেকারা, সুরঙ্গ লাকমাল, দুশমন্ত চামিরা এবং ধনুস্কা গুনাথিলাকা।

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড : জেসন হোল্ডার (অধিনায়ক), দেবেন্দ্র বিশু, জার্মেইন ব্ল্যাকউড, কার্লোস ব্র্যাথহোয়াইট, ড্যারেন ব্রাভো, জনাথন কারটার, জনসন চালর্স, আন্দ্রে ফ্লেচার (উইকেটরক্ষক), জেসন মোহাম্মদ, সুনীল নারাইন, দিনেশ রামদিন (উইকেটরক্ষক), রবি রামপাল, আন্দ্রে রাসেল, মারলন স্যামুয়েলস ও জেরোমে টেইলর।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ