বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপি অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানমালার মধ্যে সকাল ৯টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বিকাল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা, পায়রা অবমুক্তকরন, বেলুন উড়ানোর শেষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটিকর্পোরেশনের মেয়র আল হাজ্ব আ জ ম নাছির উদ্দীন, সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সাবেক মন্ত্রী ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি জনাব আবছারুল আমীন এমপি।
উক্ত অনুষ্ঠানমালায় চট্টগ্রাম মহানগর যুবলীগের সকল সদস্য,মহানগরের আওতাধীন সকল ওয়ার্ড যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক সহ দায়িত্বশীল সকল নেতৃবৃন্দদের কর্মীসহ যথাসময়ে যথাস্থানে উপস্থিত থাকার জন্য চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক দিদারুল আলম দিদার অনুরোধ জানিয়েছেন।