৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আখেরি মোনাজাত চলাকালে ড্রোন ভূপাতিত, আতঙ্কে শতাধিক আহত

গাজীপুরের টঙ্গীতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আজ রোববার সকালে আখেরি মোনাজাত চলাকালে বিকট শব্দে ড্রোন ভূপাতিত হয়। এ সময় আতঙ্কে ছোটাছুটি করতে গিয়ে আহত হন শতাধিক মুসল্লি। আখেরি মোনাজাত চলাকালে সকাল ৯টা ৩১ মিনিটে টঙ্গী স্টেশন রোডে ফ্লাইওভারের পূর্ব পাশে টঙ্গী-কালিগঞ্জ আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আখেরি মোনাজাত চলাকালে টঙ্গীর স্টেশন রোড এলাকায় হঠাৎ তিনটি ড্রোন পড়ে গিয়ে বাঁশের সঙ্গে লেগে বিকট শব্দ হয়। এতে বোমা আতঙ্কে মুসল্লিরা দৌড়াদৌড়ি শুরু করেন। হুড়োহুড়িতে শতাধিক মুসল্লি আহত হন। আহতদের মধ্যে ৪০ জনকে টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

আহতদের মধ্যে ৪০ জনকে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক আফজালুর রহমান। তিনি জানান, ইজতেমা ময়দানে ড্রোন ভূপাতিত হলে আতঙ্কে ছুটাছুটি করতে গিয়ে বেশ কয়েকজন মুসল্লি আহত হয়েছেন। তাদের মধ্যে ৪০ জনকে এই হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে ব্যাটারি শেষ হয়ে যাওয়ায় একটি ড্রোন পড়ে যায়। এর শব্দ থেকে আতঙ্কের সৃষ্টি হয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ