দেশের কল্যাণ, দুনিয়া ও আখেরাতের শান্তি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।
রোববার (১৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে আখেরি মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মারকাজের তাবলিগ জামায়াতের সুরা সদস্য মাওলানা মো. জোবায়ের হাসান। এই মোনাজাত টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।
এর আগে ফজরের পর বয়ান শুরু হয়। এরপর হেদায়তি বয়ান হয় এবং হেদায়তি বয়ানের পরপরই আখেরি মোনাজাত শুরু হয়।
প্রসঙ্গত, শুক্রবার (১৩ জানুয়ারি) আম বয়ানের মধ্য দিয়ে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়। এই পর্বে মাওলানা মো. জোবায়েরের অনুসারীরা অংশ নেন।
পোস্টটি যতজন পড়েছেন : ১৭৪