জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগরের সিনিয়র সংগঠক এনামুলক হক এনাম বলেছেন, আকরামুল হাসানকে গ্রেফতার করে চলমান গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করা যাবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আকরামুল হাসানকে গ্রেফতারের প্রতিবাদে এক তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এনামুল হক এনাম এ কথা বলেন, পাঁচলাইশ থানা ছাত্রদল নেতা শাহেদ আলমের সভাপতিত্বে মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা ছাত্রদল নেতা সাইফুল ইসলাম কাইয়ুম, শেখ হাসান রনি, অয়ন শর্মা, আই আই ইউ সি ছাত্রদলের আহ্বায়ক ইকবাল আহমেদ, দিদারুল আলম, মো: হাসান, মো: সাজিদ, অয়ন আচার্য, ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড ছাত্রদল নেতা ইমতিয়াজ হোসেন আরফাত, সাফায়েত হোসেন, মো: নাছির, আরফাত উল্লাহ, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা হাসানুল আবির রাসেল, পিয়াল দাশ, শরিফুল ইসলাম, ওবায়দুল্লাহ, সনেট বড়–য়া, সজল চৌধুরী, মো: আবদুল্লাহ প্রমুখ।
আকরামুল হাসানকে গ্রেফতার করে গণতান্ত্রিক আন্দোলন স্তব্ধ করা যাবে না- এনামুল হক এনাম
