আওয়ামী ওলামা লীগের একাংশের সভাপতি ইলিয়াস বিন হেলালীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক আব্দুল হান্নান খান।
তিনি বলেন, ‘ইলিয়াস বিন হেলালীর বিরুদ্ধে যদি কেউ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে থাকে তাহলে তা যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।’
বৃহস্পতিবার শরীয়তপুরের দুইজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রকাশ করার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।
প্রসঙ্গত, আওয়ামী ওলামা লীগের একাংশের সভাপতি ইলিয়াস বিন হেলালী একাত্তরে মানবতাবিরোধী বিভিন্ন অপরাধ করেছেন বলে অভিযোগ করে আসছেন ওলামা লীগের অপর অংশের সভাপতি আখতার হোসাইন বুখারী।
পোস্টটি যতজন পড়েছেন : 122