[english_date]

আওয়ামী লীগের ৩৪ নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম: নগরের বিভিন্ন থানায় গত ২৪ ঘণ্টায় ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৩৩ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

মঙ্গলবার (৪ মার্চ) রাত ১২টা থেকে বুধবার (৫ মার্চ ) রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো.হাসান মুরাদ (৪২), মো.উমর ফারুক প্রকাশ ফারুক (৪৫), জসিম উদ্দিন (৫২), মো.সাজ্জাদ হোসেন রিফাত প্রকাশ রাশেদ (২৫), মো. গোলজার হোসেন (৫৮), মো.আনোয়ার হোসেন (৪৫), মো.আবদুল আজিজ (৪৭), মো.মহসীন উদ্দিন টুকু (২৫), সালমান হাসান শাওন (৩০), মো.শাহিন কবির (২৭), জাওয়াদুল করিম খাঁন (২০), মো.শাহিন কবির (২৭), মো.বেলাল হোসেন প্রকাশ রাশেদ হেলাল (৪০), মো.ইব্রাহিম (৩৪), মো.সোহাগ (৩৮), মো.সাকিব (১২), মো.নয়ন (১৯), মো.জাহিদুল ইসলাম (১৮), নাজিম উদ্দিন (৩০), মো.রাব্বি (১৯), মো.আবুল কাশেম (৪০), রবিউল হাসান প্রকাশ বাবু, মো.আজাদ (২২), মো.রাজু (৩০), মো.বাবলু (৩২), মো.নুরুল আবছার (৪৪), বিক্রম মিত্র (৪৫), জানে আলম প্রকাশ ফেরদৌস (৩৮), বিশ্বজিৎ নাথ (৫৩), মো. সুমন (৩২), মো.ফয়সাল (৩৪) ও মো.আরমান (৩৫)।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন জানান, আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ