[english_date]

আওয়ামীলীগের জাতীয় সম্মেলনে যোগ দেয়নি বিএনপি

বিএনপি

আমন্ত্রণ পাওয়ার পরও আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে যোগ দেয়নি বিএনপি। তবে শরিক দলগুলোর নেতারা অংশ নিয়েছেন।

শনিবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সম্মেলন শুরু হয়। শুরুতে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন শেখ হাসিনা। দলীয় পতাকা উত্তোলন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন শেখ হাসিনা।

সম্মেলন নিয়ে বিএনপির কোনো আগ্রহ নেই জানিয়ে দলটির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ জানান, বিএনপির কেন্দ্রীয় নেতারা গণমিছিলে অংশ নিতে ঢাকার বাইরে অবস্থান করছেন। সারা দেশে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। ঢাকায় শুক্রবার রাতে বিএনপির নেতাকর্মীদের বাসায় অভিযান চালানো হয়েছে। নেতাকর্মীরা গ্রেফতার আতঙ্কে রয়েছেন। এমন অবস্থায় ক্ষমতাসীন দল সম্মেলন করছে।

এর আগে শুক্রবার (২৩ ডিসেম্বর) আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে যোগ দিতে বিএনপির তিন নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তারা হলেন: দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান ও আবদুল মঈন খান। কিন্তু তারা সম্মেলনে যাননি। তারা বিএনপির গণমিছিল কর্মসূচিতে যোগ দিতে ঢাকার বাইরে গেছেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ