মার্কিন বিমান হামলায় লিবিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) শীর্ষনেতা আবু নাবিল নিহত হয়েছেন বলে দাবি করেছে পেন্টাগন। শুক্রবার রাতে দেশটির পূর্বাঞ্চলীয় বন্দরনগরী ডারনা এলাকার একটি কম্পাউন্ডে এ হামলা চালানো হয়।
পেন্টাগন থেকে বলা হয়, ইরাকি নাগরিক আবু নাবিল উইশাম নাজম আবদ জায়েদ আল জুবাইদি নামেও পরিচিত ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে আল কায়দার সক্রিয় সদস্য ছিলেন বলেও জানানো হয়।
পেন্টাগনের মুখপাত্র পিটার কুক জানান, ইউএস এফ-১৫ এয়ারক্রাফট হামলায় শুক্রবার রাতে ফাত্তায়াহর ডারনা এলাকায় আবু নাবিল নিহত হন। আবু নাবিলের নিহতের ঘটনায় লিবিয়ায় আইএসের মনোবল ভেঙ্গে দেবে বলে মনে করছেন তিনি। আইএস প্যারিসে হামলার দায় স্বীকার করে নেওয়ার আগেই এই বিমান হামলা চালানোর অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছে পেন্টাগন।
পোস্টটি যতজন পড়েছেন : ৭০