মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি আছে ইরফান খান। হঠাৎ করে তাঁর স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাঁকে আইসিইউতে রাখা হয়েছে। গত সপ্তাহেই প্রয়াত হয়েছেন ইরফানের মা সায়েদা বেগম। লকডাউনের কারণে জয়পুরে মায়ের শেষকৃত্যে যোগ দিতে পারেননি ইরফান। তিনি মুম্বইতেই ছিলেন। বেশ কিছুদিন ধরেই অসুস্থ তিনি। ২০১৮ তে নিউরোএন্ডোক্রাইন টিউমার ধরা পরে তাঁর।
এরপর একবছর বিদেশে থেকে চিকিৎসা করেছিলেন। মার্চ মাসে মুক্তি পায় ইরফানের আংরেজি মিডিয়াম। তখনও শরীর অসুস্থ ছিল বলে তাঁকে প্রচারে দেখা যায়নি। যদিও করোনার কবলে কয়েকদিন পরই বন্ধ হয়ে যায় এই ছবির প্রদর্শন।
এই ছবির শ্যুটিং চলাকালীন লন্ডনেই ছিলেন অভিনেতা। সেখানেই তাঁর চিকিৎসা চলছিল তখন। কোকিলাবেন হাসপাতালে ইরফানের সঙ্গে স্ত্রী ছাড়াও রয়েছেন তাঁর দুই পুত্র।
ইরফানের জন্ম রাজস্থানের জয়পুরে। তাঁর পরিবার এখনও সেখানেই থাকে। সেখান থেকেই দিল্লিতে ন্যাশনাল স্কুল অফ ড্রামায় পড়তে আসেন। এরপর পাকাপাকি ভাবে যোগ দেন বলিউডে।