আইফোন সিক্সএস ও আইফোন সিক্সএস প্লাস বাজারে আনছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। এই দুটি আইফোনের সর্বশেষ সংস্করণ। নভেম্বরের শুরু হতে কার্যক্রম শুরু করতে যাচ্ছে কোম্পানীতে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এতে বলা হয়েছে, আগ্রহী ক্রেতারা ২৩ অক্টোবর থেকেwww.robi.com.bd সাইটে ভিজিট করে নিবন্ধন করতে পারবেন। আইফোন সম্পর্কে বিস্তারিত:www.apple.com/iphone ঠিকানায়।
পোস্টটি যতজন পড়েছেন : ৯১