সামাজিক যোগাযোগের সাইট ফেসবুকের অ্যাপ নিয়ে অভিযোগ তুলেছেন আইফোন ব্যবহারকারীরা। তাদের অভিযোগ, অ্যাপটি অনেক বেশি ব্যটারির চার্জ খরচ করছে। এমনকি বন্ধ অবস্থায়ও এর ব্যাকগ্রাউন্ড কার্যক্রমের কারণে প্রচুর চার্জ নষ্ট হওয়ার অভিযোগ তুলেছেন তারা।
ম্যাট গ্যালিগান নামের আইফোন ব্যবহারকারী এক ডেভেলপার বলেন, আমি যখন হোম বাটন চেপে ধরি, ফেসবুক অ্যাপ ঠিকমতো বন্ধ হয় না। এ সমস্যা ফেসবুক সহজে সমাধান করতে পারবে না আর অ্যাপটি এভাবেই বানানো হয়েছে।
ফেসবুক অ্যাপ নিয়ে বিশ্লেষণের পর আইওএস অ্যাপ ডেভেলপার জোনাথন জিয়ারস্কি জানান, ফেসবুকের লোকেশন ট্র্যাকিং ফিচার ব্যাটারি খরচের জন্য আংশিকভাবে দায়ী। ফেসবুকের লোকেশন শেয়ারিং চালু করে রাখলে এটি ব্যাকগ্রাউন্ডে কাজ করতে থাকে যা ব্যাটারি শেষ করে।
ফেসবুক বলেছে, কিছু ব্যবহারকারীদের কাছ থেকে তারা অভিযোগ পেয়েছেন। খুব শিগগিরই এটির সমাধান করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।
ফেসবুক অ্যাপ সেটিংস থেকে বন্ধ করলেও এর লোকেশন ট্র্যাকিং ফিচার বন্ধ হয় না। তবে ব্যবহারকারী পুরোপুরিভাবে ফেসবুকের লোকেশন সার্ভিস বন্ধ করে বা শুধু অ্যাপ ব্যবহারের সময়ই চালু হওয়ার অনুমতি দিয়ে রাখতে পারেন।
লোকেশন সার্ভিস আর ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ সেটিংস বন্ধ থাকা অবস্থায় ও ফেসবুক অ্যাপ আইফোন ৫ এসের ২০ শতাংশ ব্যাটারি খরচ করে বলে জানিয়েছেন একজন ব্যবহারকারী।
অন্যদিকে ‘লোকেশন ট্র্যাকিং’-এর কারণে ঐ সমস্যা হওয়ার কথা নাকচ করে দিয়েছেন ফেসবুকের একজন মুখপাত্র।