৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আইপ্যাড ১১ আসছে ২০২৫ এর শুরুতেই, যা জানা গেল

২০২২ সালের অক্টোবরে দশম জেনারেশনের আইপ্যাড নিয়ে আসার পর নতুন কোনো আইপ্যাড নিয়ে আসেনি অ্যাপল। তবে অচিরেই আইপ্যাডপ্রেমীদের এই আক্ষেপ ঘুচতে যাচ্ছে বলেই মনে হচ্ছে। আগামী বছরের অর্থাৎ ২০২৫ সালের শুরুতেই উন্মোচিত হতে পারে একাদশ জেনারেশনের আইপ্যাড, ‘আইপ্যাড ১১’।
অ্যাপলের অন্যান্য পণ্যের মতো তাঁদের ট্যাবলেট পিসি আইপ্যাডও বিশ্বজুড়ে জনপ্রিয়। আইপ্যাড প্রোডাক্ট লাইনের চারটির মধ্যে তিনটি ক্যাটাগরিতে আপগ্রেড এসেছে চলতি বছর। গত ৭ মে উন্মোচিত হয়েছে ষষ্ঠ জেনারেশনের আইপ্যাড এয়ার ও সপ্তম জেনারেশনের আইপ্যাড প্রো। এরপর আইপ্যাড মিনি’র সপ্তম জেনারেশন বাজারে এসেছে অক্টোবরের ১৫ তারিখে। দেখা নেই কেবল আইপ্যাড ১০ এর আপডেটের।
অ্যাপলের তরফ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও বিভিন্ন সুত্র বলছে, আগামী বছরের জানুয়ারি অথবা মার্চে বাজারে আসতে পারে আইপ্যাড ১১। গত দু বছরেরও বেশি সময় যে ক্যাটাগরি’তে কোনো আপডেট আসেনি সেখানে নতুন প্রোডাক্ট এলে তা নিয়ে আগ্রহের মাত্রাটা একটু বেশি হবে এটাই স্বাভাবিক। চলুন তাহলে জেনে নেওয়া যাক একাদশ জেনারেশনের আইপ্যাড কেমন হতে পারে।
কবে আসছে আইপ্যাড ১১?
ঠিক কবে নাগাদ আসবে আইপ্যাড ১১- এই প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেওয়া যাচ্ছে না। তবে অ্যাপল ও অ্যাপল পণ্য সম্পর্কে ধারণা রাখেন এমন বিশ্বস্ত সূত্র বলছে আগামী জানুয়ারি থেকে মার্চের মধ্যেই বাজারে আসার জোরাল সম্ভাবনা রয়েছে নতুন আইপ্যাডের।
অপ্রকাশিত এক সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম নাইনটুফাইভম্যাক (৯টু৫ম্যাক) জানাচ্ছে, আইপ্যাড ১১ বাজারে আসবে আগামী বছরের শুরুতেই। আইপ্যাড অপারেটিং সিস্টেমের নতুন আপডেট আইপ্যাডওএস ১৮.৩ এর সাথেই বাজারে আসতে চলেছে একাদশ জেনারেশনের এই আইপ্যাড। বলা হচ্ছে, আইপ্যাড ১১ ডিভাইসে প্রি-ইন্সটলড্ থাকবে আইপ্যাডওএস ১৮.৩।
অ্যাপল সাধারণত XX.3 এর মতো আপডেটগুলো- যেমন আসন্ন আইপ্যাডওএস ১৮.৩- রিলিজ করে থাকে বছরের একেবারে শুরুতে জানুয়ারি মাসে। সেদিক থেকে দেখলে জানুয়ারি’তেই আসতে চলেছে আইপ্যাড ১১। তবে অ্যাপল পণ্যের বিশ্বস্ত সূত্র ব্লুমবার্গের মার্ক গারম্যান বলছেন, অ্যাপল আগামী বসন্তে নতুন আইপ্যাড উন্মোচনের পরিকল্পনা করছে। এমনটা হলে আগামী মার্চে দেখা যেতে পারে আইপ্যাডের পরবর্তী জেনারেশন। তবে সার্বিকভাবে এটা মোটামুটি নিশ্চিত যে, ২০২৫ সালের জানুয়ারি থেকে মার্চের মধ্যে কোনো এক সময় দেখা যাবে আইপ্যাড ১১।
কী কী ফিচার থাকতে পারে নতুন আইপ্যাডে?
অপারেটিং সিস্টেমের নতুন আপডেট আইপ্যাডওএস ১৮.৩ ছাড়াও আইপ্যাড ১১ ডিভাইসে থাকতে পারে এআই সক্ষমতার এ১৭ প্রসেসর, যার কল্যাণে অ্যাপল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্মের এআই ফিচারগুলো অ্যাক্সেস করতে পারবেন ব্যবহারকারীরা। এছাড়া ৫জি ও ওয়াই-ফাই সংযোগ থাকায় আইপ্যাড ক্যাটাগরির প্রথম ওয়্যারলেস মডেল হতে পারে আইপ্যাড ১১। পাশাপাশি নতুন এই আইপ্যাড হতে পারে অ্যাপল ইন্টেলিজেন্স ফিচার ব্যবহার করার সবচেয়ে সাশ্রয়ী ডিভাইস। এছাড়া অন্যান্য রেগুলার ফিচারের উল্লেখযোগ্য আপডেট দেখা যেতে পারে ১০.৯-ইঞ্চি ডিসপ্লের নতুন আইপ্যাডে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ