এবার আইনি ঘেরাটোপের মধ্যে পড়লেন ঐশ্বর্য্য রায় বচ্চন। ‘মেরিকম’-এর পর এবার পাকিস্তানের জেলে ফাঁসি হওয়া ভারতীয় বন্দি, সর্বজিৎ সিংহের জীবন নিয়ে ‘বায়োপিক’ তৈরি করেছেন পরিচালক উমাং কুমার। যেখানে সর্বজিতের বোন দলবীর কৌরের ভূমিকায় অভিনয় করবেন ঐশ্বর্যর৷ আর তাই নিয়েই শুরু হয়েছে জটিলতা। উমাংয়ের ছবিতে দাদার সঠিক ভাবমূর্তি তুলে ধরা হচ্ছে না। এই কারণে ছবির মুখ্য অভিনেত্রী ঐশ্বর্য ও পরিচালককে আইনি নোটিশ পাঠিয়েছেন সর্বজিতের বোন দলবীর।
যদিও এই ছবিতে দলবীর, সর্বজিতকে নির্দোষ প্রমাণ করতে যে দীর্ঘ আইনি লড়াই চালিয়েছিলেন, সেটিই এই ছবির বিষয়বস্তু। কিন্তু কেন এমন করলেন দলবীর তাই নিয়েই প্রশ্ন উঠছে।
উল্লেখ্য, এর আগে গত বছর পরিচালক সুভাষ ঘাই সর্বজিতের জীবন নিয়ে ছবি করতে গেলে তাঁকেও একইরকমভাবে নোটিশ পাঠিয়েছিলেন কৌর।
পোস্টটি যতজন পড়েছেন : 440