সম্প্রতি সংঘটিত প্রকাশকদের ওপর হামলায় দায়ীদের শনাক্ত করতে না পারায় সরকারের সমালোচনার মধ্যে বুধবার ধানমণ্ডিতে দলের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ বলেন আইনশৃঙ্খলা বাহিনীর সামর্থ্যে ঘাটতির জন্য লেখক-ব্লগারদের খুনিদের গ্রেফতার করা যাচ্ছে না । তিনি বলেছেন, ‘আপনাদের একটা বিষয় মনে রাখতে হবে, হয়ত আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষমতার সীমাবদ্ধতার কারণেই বা প্রযুক্তির স্বল্পতার কারণেই অনেক সময় তাত্ক্ষণিকভাবে বা খুব দ্রুত তদন্ত করে আসামিকে ধরা সম্ভব হয়নি।’
বিভিন্ন মহলের সমালোচনার জবাবে হানিফ বলেন, ‘তার মানে এই নয় যে সরকার আন্তরিক নয়। সরকারের তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে এবং বাংলাদেশ আওয়ামী লীগ মনে করে, এই সমস্ত হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তি দেয়া হোক।’