ইলিয়াছ রিপন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের মিরসরাইয়ে ‘আইডল’ শিক্ষার্থী অণে¦ষণে মাধ্যমিক পর্যায়ে অনুষ্ঠিত হলো সেরাদের সেরা প্রতিযোগিতার লিখিত পরীক্ষা। শুক্রবার (১৭ নভেম্বর) উপজেলার সদরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান মিরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ব্যতিক্রমী এই প্রতিযোগিতার আয়োজন করে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘অদম্য-২০০৫’। বর্ণাঢ্য এই আয়োজনের স্পন্সর হিসেবে রয়েছে নুর ইসলাম ফাইন্ডেশন।
অদম্য সেরাদের সেরা প্রতিযোগিতা উদ্যাপন পরিষদের পরিচালক ইউএই প্রবাসী সাংবাদিক কামরুল হাসান জনি বলেন, জনকল্যানের উদ্দেশ্যে বামনসুন্দর উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০৫ ব্যাচের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত হয়েছিল ‘অদম্য-২০০৫’। সংগঠনটি প্রতিষ্ঠার পর ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন আসছে। মিরসরাই উপজেলার মাধ্যমিক পর্যায়ের আইডল শিক্ষার্থী অণে¦ষনে প্রথমবারের মত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতায় ব্যাপক সাড়া পাওয়া গেছে।
অদম্য সেরাদের সেরা প্রতিযোগিতা উদ্যাপন পরিষদের আহ্বায়ক নিয়াজ মুহাম্মদ সাজেদ জানান, মিরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করছে ৩৬ টি মাধ্যমিক বিদ্যালয়ের মোট ৬২ জন সেরা শিক্ষার্থী। আগামী ২৪ নভেম্বর শুক্রবার বামনসুন্দর এফ.এ উচ্চ বিদ্যালয়ে প্রতিযোগিতায় সেরা ২০জনের মধ্যে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। নির্বাচিত হবেন মাধ্যমিক পর্যায়ের ‘আইডল’ শিক্ষার্থী।
পরীক্ষা নিয়ন্ত্রক হোছাইন সবুজ বলেন, অদম্য সেরাদের সেরা প্রতিযোগিতার লিখিত পরীক্ষা আজ সুন্দর ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা উন্নতির স্বর্ণ শিখরে পৌঁছার জন্য একধাপ এগিয়ে গেল। এখন থেকে বাচাই করা শিক্ষার্থীরা অদূর ভবিষ্যত মেধার বিকাশের মাধ্যমে দেশের কল্যানে কাজ করবে।
পরীক্ষার হল পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও মিরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক সিরাজদৌলা, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ইয়াছমিন শাহীন কাকলী, মিরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহি উদ্দিন, মারুফ স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, সাংবাদিক নুরুল আলম, শান্তিনীড় সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল, দুর্বার সভাপতি হাসান সাইফুদ্দীন প্রমুখ। প্রতিযোগিতায় দায়িত্বপালন করেন পরীক্ষা ব্যবস্থাপক এনামুল হক সোহাগ, সদস্য সচিব হাসান আরিফ।