৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আইটেম গানে নায়লা নাঈম

নায়লা নাঈম। যার নাম শুনলেই অনেক ছেলের বুক ধুকপুক ধুকপুক করে। কিছুদিন আগে নাম লেখিয়েছেন বড় পর্দায়। এবার নাম লিখাচ্ছেন আইটেম গানে। ‘রাত্রীর যাত্রী’তে আইটেম গার্ল হিসেবে প্রথম নাম লিখিয়েছেন নায়লা নাঈম। পরিচালক ছিলেন হাবিবুল ইসলাম হাবিব। ‘আমি সুন্দরী নারী’ শিরোনামের এই গানটিতে নৃত্য করেছেন আইটেম কন্যা লায়লা নাঈম এবং কণ্ঠ দিয়েছেন বৃটেন প্রবাসী শিল্পী রুবাইয়াত জাহান।

নির্মানাধীন এ চলচ্চিত্রের আইটেম গানটি সম্প্রতি ইউটিউবে রিলিজ দেয়া হয়েছে। নির্মাতার দাবি, রিলিজের পরপর মাত্র পাঁচ দিনেই একলক্ষ দর্শক উপভোগ করেছেন নায়লার পারফরমেন্স।

রাত্রির যাত্রী সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা মৌসুমী, সালাহ উদ্দিন লাভলু ও আনিসুর রহমান মিলন, এটিএম এটিএম শামসুজ্জামান, অরুনা বিশ্বাস, রেবেকা, সোনিয়া হোসেন, মারজুক রাসেল, শহীদুল ইসলাম সাচ্চু, শিমুল খান, চিকন আলি, জিয়া তালুকদার, লায়লা নাঈম, সাদিয়া আফরিনসহ আরো অনেকে।

রাত্রির যাত্রী সিনেমাটি প্রযোজনা করছে ব্যাংক অব অডিও ভিজুয়াল আর্টস।

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ