
আইএস কর্মী সন্দেহে ৮ জন আটকঃ
ইসলামিক স্টেট (আইএস) কর্মী সন্দেহে আরো আটজনকে আটক করেছে পুলিশ। আজ শনিবার ভোর থেকে সকাল পর্যন্ত ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা সদরের সুপার মার্কেট, আঠারবাড়ি, দত্তপাড়া, পুমবাইল থেকে এদের আটক করা হয়।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন বলেন, গতকাল শুক্রবার বিকেলে ঈশ্বরগঞ্জ উপজেলার ফতেনগর আঠারবাড়ি থেকে আইএস কর্মী সন্দেহে ফাহিম আল ফয়সাল ইবনে মুছা বিন জুলকারনাইন (১৫) নামের এক কিশোরকে আটক করে পুলিশ। তাঁর কাছ থেকে আইএসের প্রচারপত্র উদ্ধার করা হয়। ফাহিমের দেওয়া তথ্যের ভিত্তিতেই আজ এ আটজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন হোমিওপ্যাথির চিকিৎসক আব্দুর রাকিব, তাঁর ছেলে মিজানুর রহমান খান (২০), বিকাশ এজেন্ট হায়দার আলী, বদিউল হাসান (২৪), হেলাল উদ্দিন (২০), জুনায়েদ (২৬), মজিবর রহমান (২০) ও মাসুদ মিয়া (২২)।
এ ছাড়া গত রাতে ফাহিমের সহযোগী সন্দেহে মিজান নামের একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।