সিরিয়ায় উগ্র জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট এর বিরুদ্ধে যুদ্ধে সেনা পাঠানোর কোন পরিকল্পনা নেই বলে জানিয়েছে রুশ সরকার।
এক বিবৃতিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রেসসচিব দিমিত্রি পেশকভ জানান, আইএসের বিরুদ্ধে সিরিয়া সরকারকে সহায়তা করার কথা ভাবছে না তার দেশের সরকার। তিনি আরো বলেন, সিরিয়ার আসাদ সরকার তাদের কাছে কোন সামরিক সহায়তা চায়নি।
এর আগে মঙ্গলবার রুশ বিমানবাহিনীর প্রধান ভ্লাদিমির শামানভ বলেন, সন্ত্রাস বিরোধ যুদ্ধে সিরিয়াকে সাহায্য করতে চান তিনি। দেশটির গোয়েন্দা তথ্যমতে, ২ থেকে ৫ হাজার রুশ নাগরিক সিরিয়ায় আইএস এবং অন্যান্য বিদ্রোহী সংগঠনগুলো হয়ে লড়াই করছে।
পোস্টটি যতজন পড়েছেন : 301