আইএসের কাছ থেকে ইরাকের সিনজার শহর পুনর্দখলের দাবি করেছে দেশটির কুর্দি বাহিনী। শহরটি দখলে নিতে সন্ত্রাসের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরুর একদিন পরই এল এমন খবর।
শুক্রবার, রাজধানী বাগদাদ থেকে ৪শ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত সিনজার শহরে প্রবেশ করে চতুর্দিক থেকে অভিযান চালায় কুর্দি বাহিনী। এ সময় শহরটির ভেতরে আইএসের সঙ্গে কুর্দি যোদ্ধাদের ব্যাপক সংঘর্ষ হয় বলে জানা গেছে। এক পর্যায়ে, লড়াইয়ে আইএস বাহিনী পরাজিত হয়েছে এবং তারা সিনজার শহর ছেড়ে অন্যত্র পালিয়ে যেতে শুরু করেছে বলে এক টুইটার বার্তায় জানায় কুর্দিস্তান আঞ্চলিক নিরাপত্তা কাউন্সিল।
এদিকে, স্বেচ্ছাসেবী বাহিনীর সহায়তায় ইরাকের নিরাপত্তা বাহিনী আইএস নিয়ন্ত্রিত দেশটির আনবার প্রদেশের রাজধানী রামাদি শহরও সন্ত্রাসী মুক্ত করতে অভিযান চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।
পোস্টটি যতজন পড়েছেন : ৬৯