ডান কনুইতে চিড় কারণে গ্রীষ্মের বাকি সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে পড়লেন ইংল্যান্ডের ডান-হাতি পেসার জোফরা আর্চার। আসন্ন অ্যাশেজ সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিতে হয়েছে এই তারকা পেসারকে। আর্চারের ছিটকে পড়ার দিন অবশ্য একটি ভালো খবরও পেয়েছে ইংল্যান্ড ক্রিকেট। প্রায় দশ মাস পর মাঠে ফিরেছেন তারকা ব্যাটার জনি বেয়ারস্টো। তাকে নিয়েই আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের দল ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
ইসিবি তাদের এক বিবৃতিতে জানিয়েছে, গ্রীষ্মের বাকি সময়ে আর মাঠে নামতে পারছেন না সদ্যই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলা ২৮ বছর বয়সী সাসেক্সের পেসার আর্চার।
ইসিবি জানিয়েছে, ‘সম্প্রতি প্রকাশিত স্ক্যানিং রিপোর্টে দেখা গেছে পুনরায় ডান কনুইতে স্ট্রেস ফ্র্যাকচার হয়েছে আর্চারের। এখন ইংল্যান্ড এবং সাসেক্সের মেডিকেল দলের সঙ্গে কাজ করবেন তিনি, যারা ইনজুরি ম্যানেজমেন্ট নিয়ে কাজ করবে।’
ইসিবির ব্যবস্থাপনা পরিচালক রব কি বলেন, ‘আর্চারের জন্য এটি হতাশাজনক এবং খারাপ লাগার মত বিষয়।’
১ জুন থেকে লর্ডসে আয়ারল্যান্ডের বিপক্ষে চারদিনের টেস্ট খেলতে নামবে ইংল্যান্ড। এরপর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজ রয়েছে ইংলিশদের।
এদিকে গত আগস্টে গলফ খেলতে গিয়ে পিছলে পড়ে বাম পা ভাঙার পাশাপাশি গোড়ালির ইনজুরিতে পড়েছিলেন ইংলিশদের উইকেটরক্ষক-ব্যাটার জনি বেয়ারস্টো। ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন তিনি। গত আগস্টের পর প্রথমবারের মতো ইংল্যান্ড দলে ফিরলেন বেয়ারস্টো।