১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

অ্যামাজন ও ই-বে কে বিক্রয়কর ফাকির দায় নিতে হবে

ই-কর্মাস ওয়েবসাইট ‘অ্যামাজন’ ও ‘ই-বে’ ব্যবহার করে কেউ বিক্রয় কর ফাঁকি দিলে তার দায়ভার প্রতিষ্ঠান দুটিকেই নিতে হবে। সম্প্রতি সংবাদমাধ্যম বিবিসি এমন কথা জানিয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের আইন অনুযায়ী, পণ্য কেনাকাটায় ক্রেতা বা গ্রাহকের ফাঁকি দেয়া কর পরিশোধ করতে হবে ই-কমার্স সাইটগুলোকেই।

এজন্য প্রতিষ্ঠান দুটির অনলাইন কেনাকাটায় কর আদায়ে নজরদারি বাড়ানো উচিত বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। বিভিন্ন দেশে অনলাইনে পণ্য বিক্রির ক্ষেত্রে কর ফাঁকি দেয়ার ঘটনা ঘটছে বলেও অভিযোগ রয়েছে। তবে এমন অভিযোগ অস্বীকার করেছে প্রতিষ্ঠান দুটি।

এদিকে, ইতোমধ্যেই বিক্রয় কর পরিশোধের বিষয়ে গ্রাহকদের সচেতন করা হয়েছে বলে জানিয়েছে অ্যামাজন ও ই-বে। সম্প্রতি যুক্তরাজ্যে অনলাইন প্রতিষ্ঠানগুলোর এক জরিপে দেখা গেছে, অনলাইন কেনাকাটায় প্রতিবছরই প্রায় ২শ’ কোটি ডলার বিক্রয় করফাঁকির ঘটনা ঘটছে দেশটিতে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ