৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

অ্যাপেল জাদুর মোহে আচ্ছন্ন বিশ্ব বাজার

অ্যাপেল জাদুর মোহে ফের একবার আচ্ছন্ন বিশ্ব বাজার। এতটাই ক্রেজ যে আগামী ১৬ অক্টোবর অবধি অপেক্ষা করতেও রাজি নন গ্রাহকেরা। আর এর সুযোগেই বাড়ছে চোরা কারবারী। কালো বাজারে অ্যাপেলের নতুন আইফোন ৬এস বা আইফোন ৬এস প্লাস বিক্রি হচ্ছে এক লক্ষ টাকারও বেশি দামে।

সদ্য দিল্লির ইন্দিরাগান্ধী বিমানবন্দরে ধরা পড়েছে মোট ১৮০টি আইফোনের নতুন সংস্করণ। মনে করা হচ্ছে, বিদেশ থেকে আইফোন গুলি কিনে ভারতের কালো বাজারে বিক্রি করার জন্যই নিয়ে আসা হচ্ছিল। দিল্লিতে সবথেকে বড় কালো বাজার চলে কারোল বাগের গফফর মার্কেট অঞ্চলে। গফফর মার্কেটে ফোনের দোকান চালান এমন এক ব্যক্তির কথায়, “আইফোনের চাহিদা এই বাজারে সবথেকে বেশি। এক একজন গ্রাহক এক লক্ষ টাকারও বেশি দাম দিতে তৈরি। সব দেখে আমরা বেসিক দামই রেখেছি এক লাখ।”

একা দিল্লি নয়, কলকাতার খিদিরপুর ডকের চিত্রটাও একই। আইফোনের জন্য হত্যে দিয়ে পড়ে রয়েছেন বহু গ্রাহক। কেউ কেউ আবার আগাম টাকা দিয়ে বুকিং করে যাচ্ছেন। তল্লাশি চালিয়ে গত সপ্তাহেই ওই অঞ্চল থেকে বেশ কিছু আইফোন উদ্ধার করা হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ