
টেক জায়ান্ট অ্যাপল বাজারে নিয়ে আসছে নতুন টিভি। অত্যাধুনিক প্রযুক্তির রিমোট এবং সিরি ভয়েস কন্ট্রোল পদ্ধতি নিয়ে অ্যাপলের এই টপ বক্স টিভি প্রযুক্তি বাজারে শক্ত অবস্থান তৈরি করতে পারবে বলে মনে করছেন প্রযুক্তি বাজার বিশেষজ্ঞরা।
অ্যাপল নির্মিত এ নতুন টিভি বেশ পাতলা ধরনের হবে বলে প্রযুক্তি বিষয়ক বিভিন্ন ওয়েবসাইট থেকে জানা যায়। উন্নত মানের টাচপ্যাড থাকবে এতে। অভ্যন্তরীণ জায়গাও থাকবে আগের চেয়ে অনেক বেশি। আগের অপারেটিং পদ্ধতির স্থলে এতে রাখা হবে নতুন অপারেটিং সিস্টেম।
নতুন এই টিভির জন্য থাকবে নিজস্ব অ্যাপ স্টোর এবং থাকবে আলাদা সফটওয়্যার। যা অ্যাপলের সফট্ওয়্যার ডেভেলপের কাজে নিয়োজিত ডেভেলপাররা নতুনভাবে তৈরি করেছেন। তবে এসবের কোন ব্যাপারেই সহসা মুখ খোলে নি অ্যাপল।
উল্লেখ্য, ২০১৩ সালের জুন মাসে সর্বপ্রথম বাজারে ছাড়া হয়েছিল অ্যাপল টিভি। যা বাজারে খুব একটা সাড়া ফেলতে পারেনি। এরপর এটি নিয়ে অ্যাপলও তেমন মাথা ঘামায় নি। তাই এতোদিন অ্যাপল টিভিতে কোন পরিবর্তনও লক্ষ করা যায় নি।