সম্পদ গোপনের অভিযোগে বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। বৃহস্পতিবার সকালে এ অনুমোদন দেয়া হয়।
অভিযোগপত্রে বলা হয়েছে, ১ কোটি ২২ লাখ ৪২ হাজার টাকার স্থাবর-অস্থাবর সম্পদের মালিকানা ভোগ-দখল করছেন অ্যানি, যা দুদকের কাছে জমা দেয়া সম্পদ বিবরণীতে উল্লেখ করা হয়নি। এমনকি আয়করের নথিপত্রেও এই সম্পদের কোন তথ্য নেই।
এছাড়া গত ১৫ এপ্রিল জমা দেয়া বিবরণীতে এ টাকা এবং টাকার কোন উৎস দেখাননি তিনি। শুধুমাত্র ৩ কোটি ৬২ লাখ ২১ হাজার টাকার সম্পদ বিবরণী জমা দিয়েছিলেন, যেখানে ১৩ লক্ষ ১৩ হাজার টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন করেছেন বলেও অভিযোগ রয়েছে।
পোস্টটি যতজন পড়েছেন : ২১৩