১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

অ্যানির বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন

সম্পদ গোপনের অভিযোগে বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। বৃহস্পতিবার সকালে এ অনুমোদন দেয়া হয়।

অভিযোগপত্রে বলা হয়েছে, ১ কোটি ২২ লাখ ৪২ হাজার টাকার স্থাবর-অস্থাবর সম্পদের মালিকানা ভোগ-দখল করছেন অ্যানি, যা দুদকের কাছে জমা দেয়া সম্পদ বিবরণীতে উল্লেখ করা হয়নি। এমনকি আয়করের নথিপত্রেও এই সম্পদের কোন তথ্য নেই।

এছাড়া গত ১৫ এপ্রিল জমা দেয়া বিবরণীতে এ টাকা এবং টাকার কোন উৎস দেখাননি তিনি। শুধুমাত্র ৩ কোটি ৬২ লাখ ২১ হাজার টাকার সম্পদ বিবরণী জমা দিয়েছিলেন, যেখানে ১৩ লক্ষ ১৩ হাজার টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন করেছেন বলেও অভিযোগ রয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ