১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

অ্যাডোবের সঙ্গে চুক্তির ঘোষণা দিয়েছে ইতিহাদ এয়ারওয়েজ

বিশ্বমানের ক্লাউড সলিউশন সহযোগিতা দিতে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাডোবের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব চুক্তির ঘোষণা দিয়েছে ইতিহাদ এয়ারওয়েজ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ প্রযুক্তিগত চুক্তির মাধ্যমে এয়ারলাইন্স গ্রুপ ও তার অংশীদারদের নিরাপদ, সাশ্রয়ী ও উল্লেখযোগ্য ডিজিটাল সার্ভিস দিতে পারবে। এছাড়া বিশ্বমানের ও ব্যক্তিগত সার্ভিস সরবরাহের জন্য এয়ারলাইন্সের ডিজিটাল মার্কেটিং ক্ষমতা আরও উন্নত করবে এ চুক্তি।

এ বিষয়ে ইতিহাদ এয়ারওয়েজের চিফ ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি অফিসার রবার্ট ওয়েব জানান, ব্যবসার পাশাপাশি সম্পূর্ণরূপে গেস্ট সিস্টেমের ডিজিটাল অভিজ্ঞতায় আমূল পরিবর্তন আনবে এ প্রযুক্তিগত অংশীদারিত্ব।

অ্যাডোব এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট পাউল রবসন জানান, শুধু কৌশলগত অংশীদারিত্বের কারণে নয়, বরং বিশ্বজুড়ে এয়ারলাইন্সের গ্লোবাল কার্যক্রম সচল রাখতে ক্লাউড মার্কেটিং গঠনে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইতিহাদ এয়ারওয়েজ ও তার অংশীদাররা তাদের গেস্ট অভিজ্ঞতায় গ্লোবাল লয়ালটি, কার্গো, ডিরেক্ট সেলস, মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ও তাদের ব্যবসার অন্যান্য অঞ্চল জুড়ে অ্যাডোব-এর ক্ষমতা ব্যবহার করতে পারবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ