[english_date]

বহুল ব্যবহৃত অ্যাডোবি ফ্ল্যাশ প্লেয়ারে নিরাপত্তা ঝুঁকি

আর্থনিউজ২৪:

বহুল ব্যবহৃত অ্যাডোবি ফ্ল্যাশ প্লেয়ারের নিরাপত্তা ব্যবস্থায় নতুন ত্রুটি খুজে পেয়েছেন সাইবার বিশেষজ্ঞরা। ওই নিরাপত্তা দুর্বলতার সুযোগ কাজে লাগিয়ে ব্যবহারকারীদের ওপর নজরদারী করা সম্ভব বলে জানানো হয়েছে। এ নিয়ে এক সপ্তাহ সময়ের ব্যবধানে অ্যাডোবি ফ্ল্যাশ প্লেয়ারে দুইটি নিরাপত্তা ত্রুটি শনাক্ত করা হল। খবর সিনেট।

প্রথম নিরাপত্তা দুর্বলতা শনাক্তের পর মাসিক নিয়মিত নিরাপত্তা আপডেটের অংশ হিসেবে সফটওয়্যার আপডেট উন্মুক্ত করে প্রতিষ্ঠানটি। কিন্তু এর ঠিক এক দিন পরই নিরাপত্তা ব্যবস্থায় নতুন দুর্বলতার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অ্যাডোবি ফ্ল্যাশ প্লেয়ারের উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্স অপারেটিং সিস্টেমের জন্য তৈরি সংস্করণে ওই দুর্বলতা পাওয়া গেছে।

সর্বশেষ আবিষ্কৃত নিরাপত্তা ত্রুটি সারাইয়ে চলতি মাসের ১৯ তারিখের মধ্যে নতুন নিরাপত্তা আপডেট ইস্যু করার বিষয় নিশ্চিত করা হয়েছে। ওই দুর্বলতার সুযোগ নিয়ে হ্যাকাররা যাতে ডিভাইসের নিয়ন্ত্রণ নিতে না পারে সে জন্য আপাতত অ্যা[review]ডোবি ফ্ল্যাশ প্লেয়ার সফটওয়্যার আনইনস্টল করার পরামর্শ দেয়া হয়েছে। এ দুর্বলতার কারণে তথ্য বেহাত হওয়ার মতো কোনো ঘটনা ঘটেছে কি না সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি সংশ্লিষ্টরা।

অবশ্য দুর্বলতাটির আবিষ্কারক ট্রেন্ড মাইক্রোর গবেষকরা জানিয়েছেন, ‘পন স্টর্ম’ নামক সাইবার গুপ্তচরদের একটি দল ওই দুর্বলতার যথাযথ ব্যবহার করেছে। এর আগে এ দলটি এশিয়ার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, হোয়াইট হাউস এবং নাম করা বিভিন্ন প্রতিষ্ঠানে পরিচালিত সাইবার হামলার সঙ্গে জড়িত ছিল।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ