
[ad id=”28167″]
‘অাওয়ামী লীগ রাজনৈতিক ভাবে দেওলিয়া হয়ে গেছে‘ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার দুপুরে রাজধানীর পুরানা পল্টন ফটো জার্নালিস্ট মিলনায়তনে ‘ন্যাশনাল পিপলস পার্টি’র আয়োজিত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রহিতার মিথ্যা মামলা প্রতাহারের দাবি শীর্ষক এক আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ‘বেগম জিয়াসহ সকল রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে যে সকল মামলা দেয়া হয়েছে তা একই সূত্রে গাঁথা। সকল রাজনৈতিক দলকে বিতাড়িত করে দেশকে রাজনৈতিক ভাবে শূন্য করে বি-রাজনীতিকরণ করে আওয়ামী লীগ একক ভাবে প্রতিষ্ঠিত হতে চাই।’
আওয়ামী লীগ অনৈতিক ভাবে ক্ষমতা ধরে রাখার জন্য বেগম জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে তাকে হয়রানি করছেন বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন সরকারের সব ‘ষড়যন্ত্র’ নসাৎৎ করে দিতে জনগণকে স্বোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে। তাদের জনগণকে দেওয়ার আর কিছু নেই। গণতন্ত্রকামী মানুষকে কিছু দিতে পারছে না। তারা তথাকথিত উন্নয়নের নামে জনগণের সকল অধিকার কেড়ে নিয়েছে। মানুষ আজকে মত প্রকাশ করতে পারে না, অধিকারের কথা বলতে পারে না। আমাদের এ রকম দেশ দেখতে হবে তা কখনো ভাবিনি। এর জন্য মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করিনি।
তিনি আরো বলেন, এখন শুধু দেশের মানুষ নয়, বিদেশিরিও এ সরকারের সমালোচনা করতে শুরু করেছেন। সম্প্রতি ভারতের এক সাংবাদিক বলেছেন, বাংলাদেশ এই পরিস্থিতির জন্য স্বাধীন হয়নাই। বর্তমান সরকার কর্তৃত্ববাদী। এ কারণে সন্ত্রাস, জঙ্গিবাদ মাথাচারা দিয়ে উঠতে পারে। রাজনীতিবিদদের সম্মান নষ্ট করছে আরেকটি রাজনৈতিক দল। এর উদ্দেশ্য হচ্ছে দেশে একটি মাত্র রাজনৈতিক দল থাকবে। তারা লুণ্ঠন করবে, শোষণ করবে, এদেশের মানুষের উপর নির্যাতন করবে। সরকারের এই অপরাজনীতির কারণে তারা জঙ্গিবাদ, সন্ত্রাস দমনে ব্যর্থ হয়েছে।
তিনি বলেন, মানুষের অধিকার কেড়ে নিয়ে ক্ষমতায় টিকে থাকা যাবে না। এদেশের মানুষ সব সময়ে আন্দোলন করে তাদের অধিকার রক্ষা করেছে।
অায়োজিত সংগঠনের চেয়ারম্যান ডা. ফরিদুর জামানের সভাপতিত্বে অালোচনা সভায় আরও বক্তব্য রাখেন- জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীরপ্রতিক প্রমুখ।