বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন শুরু হচ্ছে আগামী ১৬ জানুয়ারি থেকে। তার আগে বৃহস্পতিবার (১২ জানুয়ারী) অনুষ্ঠিত হয়ে গেলো টুর্নামেন্টের ড্র। এরপরই জানা যায়, এবারের আসরে ফাইনালে মুখোমুখি হতে পারেন বিশ্ব টেনিসের দুই কিংবদন্তি রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচ।
অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে বর্তমান চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন জ্যাক ড্রাপারকে। আর টুর্নামেন্টের অন্যতম ফেভারিট নোভাক জোকোভিচের প্রতিপক্ষ রবার্তো কারবায়েস বায়েনার।
এদিকে, নারী এককের শীর্ষ বাছাই ইগা শিওন্তেকের প্রথম রাউন্ডের প্রতিপক্ষ ইউলে নিয়েমিয়ার। আর গতবারের রানার্স -আপ ড্যানিয়েল কলিন্স প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন অ্যানা কালিনস্কায়ার।
কোনো অঘটন না ঘটলে এবারের অস্ট্রেলিয়া অপেনের ফাইনালে মুখোমুখি হতে পারেন বিশ্ব টেনিসের দুই কিংবদন্তি নাদাল ও জোকোভিচ।
ইনজুরির কারণে এবারের আসরে অংশ নিতে পারছেন না নাম্বার ওয়ান কার্লোস আলকারেজ। এছাড়া, অন্তঃসত্ত্বা হওয়ায় এবারের আসর থেকে নাম প্রত্যাহারব করে নিয়েছেন জাপানিজ তারকা নাওমি ওসাকা।