সোমবার সন্ধ্যায় হওয়া ব্যাংকক বিস্ফোরণে অল্পের জন্য রক্ষা পেলেন বলিউডি অভিনেতা অভিনেত্রী দম্পতি রিতেশ দেশমুখ ও তাঁর স্ত্রী জেনেলিয়া দেশমুখ। বিস্ফোরণের সময় পাশের একটি শপিং মলে কেনাকাটা করছিলেন এই তারকা দম্পতি। ঘটনার পরে নিজেই ট্যুইট করে নিজেদের সুস্থ থাকার খবর দিয়েছেন জেনেলিয়া। বিস্ফোরণ ও মৃত্যুকে সামনে থেকে দেখে জেনেলিয়া অনেকটাই ভেঙে পড়েছেন বলে তাঁর পরিবার সূত্রে খবর মিলেছে।
সোমবার সন্ধ্যায় তাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বাণিজ্যিক এলাকায় জোরাল বিস্ফোরণ হয়৷একটি হিন্দু মন্দিরের বাইরে ঘটা এই ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা এখনও পর্যন্ত ২৭ জন। তবে প্রতি ঘণ্টায় মৃতের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। ঘটনায় তীব্র নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি৷
ডেপুটি ন্যাশনাল পুলিশ প্রধান আয়েক অ্যাঙ্গসানন্দ জানান, মোটরসাইকেল বিস্ফোরণে কেঁপে ওঠে ব্যাংকক৷ চিডলোম জেলার এরাওয়ান মন্দিরের বাইরে রাখা ছিল মোটরসাইকেলটি৷ওই মন্দিরে প্রতিদিন ভিড় জমান পুণ্যার্থীরা৷এদিনও ছিল মন্দির চত্বর ছিল ভিড়ে ঠাসা৷মন্দিরের কাছে রয়েছে তিনটি শপিং কমপ্লেক্সও৷বিস্ফোরণের পর গোটা এলাকাটি ঘিরে ফেলে পুলিশ৷ পুলিশের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল প্রউত থাভর্নসিরি জানান, রাস্তার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ছিন্নভিন্ন দেহাংশ৷ আতঙ্কে ছোটাছুটি শুরু করে মানুষজন৷ওই এলাকায় আরও বোমা রয়েছে বলে শুরু হয় তল্লাশি৷উদ্ধার হয় দ্বিতীয় বোমাটিও৷
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বহু দূর থেকে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে৷ব্যাংককের রাজপ্রাসং এলাকায় সন্ধ্যা ৭টা নাগাদ বিস্ফোরণ ঘটে৷ এলাকাটি জনপ্রিয় পর্যটনস্থল বলেও পরিচিত। বিস্ফোরণে সময় শহরের ব্যস্ততম এই এলাকায় যথেষ্ট ভিড় ছিল৷