[english_date]

অরিজিত সিংকে আন্ডারওয়ার্ল্ডের হুমকি

তোলা চেয়ে গায়ক অরিজিত সিংকে আন্ডারওয়ার্ল্ডের হুমকি৷ ফোনে হুমকি দেন কুখ্যাত গ্যাংস্টার রবি পূজারি৷ ফোন করে তাঁর কাছ থেকে ৫ কোটি টাকা চাওয়া হয়েছে বলে অভিযোগ৷ টাকা দিতে না পারলে দু’টি শো বিনা পারিশ্রমিকে করে দেওয়ার জন্য চাপ দেওয়া বলেও জানা গিয়েছে৷পূজারির বিরুদ্ধে আশিয়ারা থানায় অভিযোগ দায়ের করেছেন অরিজিত সিং৷পাশাপাশি, নিরাপত্তার জন্য পুলিশের কাছে আবেদনও করেছেন এই গায়ক৷

একটি ইংরেজি দৈনিককে সাক্ষাৎকার দিতে গিয়ে অরিজিত জানান, ‘জীবনে এই প্রথমবার এমন কিছুর সম্মুখীন হলাম৷আমাদের জগতে সমস্ত আয়োজকরাই বিনা পারিশ্রমিক বা কম পারিশ্রমিকে শো করাতে চায় গায়কদের দিয়ে৷’

গায়কের দাবি, ‘সেপ্টেম্বরে আমেরিকায় আমার বেশ কয়েকটি শো করার কথা রয়েছে৷ গত বছরের মতো এই বিষয়টি দেখছেন নাট্টু ভাই৷ এর মধ্যেই একজন তাঁকে খুব কম টাকায় শো করার কথা বলে৷ কিন্তু, আমরা তাতে রাজি হয়নি৷ ওই প্রোমোটারের সঙ্গে রবি পূজারির যোগ রয়েছে৷এর পরই, ফোনে আমার ম্যানেজারকে চাপ দিতে থাকে পূজারি৷’ 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ