অযথা কাউকে হয়রানি না করতে ডিএমপির নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, হয়রানিমূলক গ্রেফতার দেখানো বা সন্দেহমূলক কাউকে হয়রানি করা যাবে না। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনারের নেতৃত্বে মাসিক অপরাধ পর্যালোচনার সম্মেলন-ক্রাইম কনফারেন্সে এ নির্দেশনা দেন তিনি।
সকালে ডিএমপি হেড কোয়ার্টার্সে শুরু হওয়া কনফারেন্সটি বিকেলে শেষ হয়। এতে অংশ নেন ডিএমপি পুলিশের বিভিন্ন বিভাগের উপ-কমিশনার (ডিসি) ও সহকারী কমিশনার (এসি) ও ৪৯ থানার ওসিরা।
পোস্টটি যতজন পড়েছেন : ৬১