[english_date]

ধর্ষণের চেষ্টার অভিযোগ খোদ ধর্ষন তদন্তকারী ওসির বিরুদ্ধে

ধর্ষণের চেষ্টার অভিযোগে বোয়ালখালী থানার ওসি (তদন্ত) ওমর ফারুকের বিরুদ্ধে মামলা করেছেন এক তরুণী।
আজ সোমবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক রেজাউল করিম চৌধুরীর আদালতে এ মামলা দায়ের করা হয়। 

অভিযোগে বলা হয়, মামলার বাদিনী তরুণী এর আগেও আদালতে বোয়ালখালীর এক যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছিলেন।  আদালতের নির্দেশে ওই মামলার তদন্তের দায়িত্ব পালন করছিলেন পরিদর্শক (তদন্ত) ওমর ফারুক। মামলা তদন্ত করতে গিয়ে ওমর ফারুক বাদিনীকে বেশ কয়েকবার অনৈতিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দিয়েছেন।  গত ২৭ আগস্ট বাদিনীকে পতেঙ্গা সমুদ্র সৈকতে বেড়াতে নিয়ে গিয়ে ওমর ফারুক ধর্ষণের চেষ্টা করেন।  কিন্তু বাদিনীর ছোট ভাই সঙ্গে থাকায় ওমর ফারুক ব্যর্থ হন।[review]

মামলার আরজিতে পরিদর্শক (তদন্ত) ওমর ফারুকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৯ এর ৪ (খ) ধারায় অভিযোগ আনা হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ