আর্থনিউজ২৪: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলণের দায়ে ড্রেজার মেশিনে আগুন লাগিয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ভেকু মেশিন জব্দ করা হয়। আটক করা হয় ট্রলার চালককে।
মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিনা আক্তারের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালত সরেজমিনে বাহাদিয়া নদ ঘাটে যান। পরে সেখানে এসব মালামাল জব্দ করেন এবং বালু উত্তোলণের মেশিনে আগুন দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসিল্যান্ড হাসিনা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাটি ব্যবস্থাপনা আইনে অবৈধ বালু উত্তোলণে ব্যবহৃত এসব মালামাল জব্দ ও সহযোগিতা করার জন্য চালককে আটক করা হয়েছে।
পোস্টটি যতজন পড়েছেন : ৬৫