৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

অবসরপ্রাপ্ত বিচারপতির মামলা পরিচালনায় নিষেধাজ্ঞা চেয়ে রিট

নিষেধাজ্ঞা চেয়ে রিটঅবসরে যাওয়ার পরে হাইকোর্টের বিচারপতির আপিল বিভাগে মামলা পরিচালনায় নিষেধাজ্ঞা চেয়ে রিট করেছেন এক আইনজীবী।

সোমবার আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ হাইকোর্টে এই রিট আবেদন করেন।

বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃঞ্চাদেব নাথের সমন্বয়ে গঠিত বেঞ্চে আগামী রবিবার এই রিটের শুনানি হতে পারে বলে জানানো হয়েছে।

ইউনুছ আলী বলেন, অবসরে যাওয়ার পরে কোনো বিচারপতি সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করতে পারবেন না মর্মে রিটে নির্দেশনা চাওয়া হয়েছে। এ ছাড়া সংবিধানের ৩৩ ধারাও বাতিলে রুল জারির নির্দেশনা চাওয়া হয়েছে।

১৯৭২ সালের সংবিধান অনুযায়ী অবসরে যাওয়ার পরে কোনো বিচারপতি সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে প্র্যাকটিস করার কোনো নিয়ম ছিল না বলে তিনি বলেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ