শাহরুখ খানের সুপার ফ্যান বলেই নিজেকে দাবি করেন সাইনা নেহওয়াল৷ সাইনা আপাতত নিজের শহর হায়দরাবাদেই আছেন৷ তাঁর কাছে এই খবরটাও পৌঁছে গিয়েছিল যে, তাঁর স্বপ্নের নায়ক রোহিত শেট্টির ছবি ‘দিলওয়ালে’র শ্যুটিংয়ের জন্য ‘সিটি অফ নবাবস’-এ রয়েছেন৷ এটা জানা মাত্রই সাইনা-শাহরুখের ট্যুইট চালাচালি শুরু হয়ে যায়৷
বাদশাকে উদ্দেশ্য করে ট্যুইট করে সাইনা লেখেন,‘হ্যালো স্যার, জানতে পারলাম যে আপনি এখানেই আছেন৷ আপনার সঙ্গে দেখা করতে চাই৷’ বাদশাও কালবিলম্ব না-করে রিট্যুইট করে বলেন,‘ তুমি জানিও কখন তুমি ফাঁকা থাকবে৷’ সাইনা ফের লেখেন যে,‘আগামীকাল আপনার সময় হবে?’ শাহরুখের জবাব আসে,‘আমি রাতে তোমাকে ফোন করে সময়টা জানিয়ে দেব৷ আমারও তোমার সঙ্গে দেখা হলে খুবই ভালো লাগবে৷’
অবশেষে সাইনা-শাহরুখের সাক্ষাৎ হয়েছে৷ দু’জনে একসঙ্গে ছবি তুলে সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেন৷ ছবিতে দেখা যাচ্ছে শাহরুখের হাতে একটি ব্যাডমিন্টন ব়্যাকেট রয়েছে সেখানে স্ট্রিং রয়েছে৷ কিন্তু সাইনার ব়্যাকেটে কোনও স্ট্রিং নেই৷ এসআরকে মজা করে লেখেন যে,‘সাইনাকে হারাতে হলে ওর হাতে বিনা স্ট্রিংয়ের ব়্যাকেট ধরিয়ে দাও৷’ যদিও সাইনা শুধু শাহরুখই নয়, কাজলের সঙ্গেও দেখা করেছেন৷