ভারতে অলৌকিক ভাবে ছয়দিন তুষারের নিচে চাপা থেকে বেঁচে যাওয়া সেনা সদস্য মারা গেছেন। ল্যান্স নায়েক হানামানথাপা কোপাড় সিয়াচেনে ৬ হাজার কিলোমিটার উচ্চতায় তুষার ধ্বসের পরে আট মিটার তুষারের নিচে আরো নয়জন সেনাসদস্যের সঙ্গে চাপা পড়েও বেঁচে ফিরেছিলেন।
এর আগে তাকে উদ্ধারের পরে সেনাবাহিনী জানিয়ে ছিল, এই ল্যান্স নায়েক এখন কোমায় চলে গেছেন। গত ৩ তারিখ বুধবার তুষারধ্বস ভারতীয় সেনাবাহিনীর চেক পোস্টে আঘাত করে। আর সেখানে আরো নয় সেনাসদস্যের সঙ্গে আট মিটার তুষারের নিচে চাপা পড়েন। সেখান থেকে ছয়দিন পরে তাকে বিস্ময়কর ভাবে উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকালে সরকারের প্রকাশ করা বুলেটিনে বলা হয়, হানামানথাপার নিউমোনিয়ার অবস্থা আরো খারাপ হয়েছে এবং চিকিৎসার পরেও তার উন্নতি হচ্ছে না। এরপরেই তার মৃত্যুর খবর প্রকাশ করা হয়। সামাজিক গণমাধ্যমে তার মৃত্যুতে শ্রদ্ধা প্রকাশ করছে ভারতীয়রা।
পৃথিবীর সবচেয়ে উঁচু যুদ্ধক্ষেত্র বলে পরিচিত সিয়াচেন হিমবাহে ভারত ও পাকিস্তানের সেনারা টহল দেয়। দুই দেশই এখানকার সার্বভৌমত্বের দাবিদার। ভারতীয় সেনাবাহিনী নিখোঁজ সেনাসদস্যদের খুঁজে বের করতে কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখার কাছে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। সিয়াচেনে শীতের সময়ে তুষার ও ভূমিধ্বস নিত্যনৈমিত্তিক বিষয়। শীতের সময়ে এখানের তাপমাত্রা -৬০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে।