১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

অবশেষে বিয়ের পিড়িতে বসলেন বলিউডের সুপারস্টার সালমান খান

বলিউডের সবচেয়ে কাক্ষিত ব্যাচেলর ভাবা হয় সুপারস্টার সালমান খানকে। বিভিন্ন সময় তার প্রেম এবং বিয়ে বরাবরই সংবাদমাধ্যমে গুরুত্ব পেয়ে আসছে। কিন্তু কবে নাগাদ বিয়ের সানাই বাজবে তার কোন সদুত্তর তিনি কখনও দেননি। ভক্ত ও ঘনিষ্ঠজনদের চাওয়া, শীঘ্রই বিয়ে করে থিতু হবেন সালমান। কারণ বয়স তো কম হলো না। এই অবস্থায় রোমানিয়ান টিভি উপস্থাপিকা লুলিয়া ভ্যানটুরের সঙ্গে সালমানের বাগদান হয়েছে বলে গুঞ্জন উঠেছে।
হ্যাঁ লুলিয়া ভ্যানটুর। পাঠক লুলিয়া ভ্যানটুরের কথা মনে আছে? রোমানিয়ান টিভি উপস্থাপিকা লুলিয়া ভ্যানটুরের সঙ্গে সালমান খানের প্রেমের গুঞ্জন চলছে অনেকদিন ধরে। মাঝে তাদের গল্প ঝিমিয়ে ছিল। তবে আবার তা আলোচনায় এসেছে। শোনা যাচ্ছে, ওই সুন্দরী বিদেশিনীর অনামিকায় আংটি পরিয়ে দিয়েছেন বলিউডের এই সুপারস্টার। তবে পুরো ঘটনাটা হয়েছে চুপিসারে। দুই বছর ধরে সালমান ও ইউলিয়ার সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন চলছে। ভারতে এলেই প্রেমিকের পরিবারের সঙ্গে সাক্ষাত করতে ভোলেন না ৩৫ বছর বয়সী এ তারকা। গত বছর সালমানের ছোটবোন অর্পিতা খানের বিয়ের অনুষ্ঠানেও অংশ নেন তিনি। ‘বজরঙ্গি ভাইজান’ চলচ্চিত্রের সেটেও দেখা গেছে তাকে। এরপর পানভেলে নিজের খামারবাড়িতে প্রেমিকার সঙ্গে ছবি তোলেন সালমান। সবই জানাজানি হয়েছে।
শুধু তাই নয়, ইউলিয়ার প্রতি সালমানের মধ্যে বরাবরই আলাদা ভাললাগা লক্ষ্য করা গেছে। কিন্তু পরিবারের আপত্তি থাকায় তাকে নিয়ে এগোতে পারছিলেন না ৪৯ বছর বয়সী এই অভিনেতা। তবে পরিস্থিতি বদলেছে। সল্লুর পছন্দকে গুরুত্ব দিচ্ছে খান পরিবার। তাদের মত থাকায় ইউলিয়ার সঙ্গে বাগদান পর্বটি সেরে ফেলতে দেরি করলেন না তিনি।
সম্প্রতি ডায়মন্ড ও প্লাটিনামের একটি আংটি দেখা গেছে ইউলিয়ার অনামিকায়। তার মুখপাত্র বুখারেস্টে ফিরে বাগদানের বিষয়টি নিশ্চিত করেছেন। লুলিয়ার মুখপাত্র জানিয়েছেন, কাজের খাতিরেই রোমানিয়ায় থাকছেন লুলিয়া। সালমানের সঙ্গে এনগেজমেন্ট হয়ে গিয়েছে তাঁর। আগামী বছরই নাকি গাঁটছড়া বাঁধবেন এই দুই তারকা। অর্থাৎ আগামী বছরের শুরুর দিকেই হবে বিয়ে। তবে ঘটনা আদৌ কতটা সত্য সেটা নিয়েও যথেষ্ট সংশয় রয়েছে। তা সত্ত্বেও ধারণা করা হচ্ছে, সালমানের সঙ্গে হয়েছে তার আংটিবদল। কারণ কিছুদিন আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ‘বজরঙ্গি ভাইজান’ তারকা বলেন, মনে তো হচ্ছে, আমি এ বছরেই বিয়ে করতে যাচ্ছি!
প্রসঙ্গত, প্রথমে ঐশ্বর্য রাই বচ্চন। তার পর ক্যাটরিনা কাইফ। এরপর আরও কয়েকজন অভিনেত্রীর সঙ্গে প্রেমের গুঞ্জন। বার বার বলিউডি নায়িকাদের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন সালমান খান। বার বার ভেঙ্গেও গিয়েছে সেই প্রেম। আর তার জন্য পরোক্ষে তাঁর ক্যারিয়ারেরও ক্ষতি হয়েছে বলে মনে করেন বলিউডের একাংশ। এত ধাক্কা খাওয়ার পর আর বলিউডের কাউকে মন দেননি। একেবারে রোমানিয়ায় সুন্দরীকে মনে ধরেছে তাঁর। কিন্তু কাউকে কিছু না জানিয়ে সরাসরি এনগেজমেন্ট! যদিও এ ব্যাপারে এখনও মুখ খোলেননি সালমান।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ