[english_date]

অবশেষে দলে ফিরলেন বুমরাহ

অবশেষে ইনজুরি কাটিয়ে ভারতীয় দলে ফিরছেন পেসার জাসপ্রিত বুমরাহ। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত দুলে ডাক পেয়েছেন বুমরাহ।

গত অক্টোবর থেকেই পিঠের ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন ভারতের এই তারকা পেসার। এশিয়া কাপের পর টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলতে পারেননি বুমরাহ। মাঝে বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া সিরিজে ফিরলেও পুরোনো চোটেই আবারও মাঠের বাইরে ছিটকে যেতে হয় বুমরাহকে। প্রায় তিন মাস পর সম্পূর্ণ সুস্থ হয়ে জাতীয় দলে ফিরছেন বুমরাহ।

শ্রীলঙ্কা সিরিজের জন্য ঘোষিত ভারতের ওয়ানডে স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), ঈশান কিষান (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমরান মালিক, অর্শদীপ সিং।

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ