জঙ্গি সংগঠনগুলোর পাশাপাশি ব্লগারদের কার্যক্রম মনিটরিংয়ের ক্ষেত্রে অবশেষে টনক নড়েছে দেশের পুলিশ প্রশাসনের। ব্লগারদের নিরাপত্তা নিশ্চিত করার আড়ালে তাদের ব্লগের লেখা পর্যবেক্ষণের জন্য দেশের প্রতিটি পুলিশ ইউনিটে গঠন করা হয়েছে স্পেশাল টাস্ক গ্রুপ-এস টি জি নামে বিশেষ টিম। একই সাথে এ টিম জঙ্গি সংগঠন এবং জঙ্গি সদস্যদের যাবতীয় তথ্য নিয়ে তৈরি করবে ডাটা বেইজ।
বর্তমান ব্লগ এবং ব্লগার দু’টি আলোচিত শব্দ। তার সাথে সামগ্রিকভাবে জড়িয়ে রয়েছে জঙ্গি ও জঙ্গি সংগঠন নামে আরো দু’টি শব্দ। বিভিন্ন ব্লগে ধর্ম, রাজনীতির পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে লেখনীর মাধ্যমে ব্লগাররা তাদের ব্যক্তিগত মতামত তুলে ধরছেন। অপরদিকে ব্লগারদের নাস্তিক দাবি করে তাদের বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করে আসছে আনসারুল্লা বাংলা টিমসহ নানা জঙ্গি সংগঠন। এমনকি বিজ্ঞানমনস্ক কয়েকজন ব্লগারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যাও করেছে তারা। দেরীতে হলেও অবশেষে এনিয়ে নড়ে চড়ে বসেছে পুলিশ প্রশাসন। বিষয়টি স্বীকার করেন সিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার দেবদাস ভট্টাচার্য।
পুলিশ হেড কোয়ার্টারের নির্দেশে দেশের প্রতিটি পুলিশ ইউনিটে গঠন করা হয়েছে ৭ সদস্যের স্পেশাল টাস্ক গ্রুপ। মূলত ব্লগারদের নিরাপত্তার পাশাপাশি তাদের লেখা-পর্যবেক্ষণ করবে এ কমিটি বলে জানান চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার নাইমুল হাছান। দেরীতে হলেও জঙ্গিদের ডাটা বেইজ তৈরিকে জঙ্গিবাদ দমনে ইতিবাচক হিসেবেই দেখছেন নিরাপত্তা বিশ্লেষক মেজর অব. এমদাদুল ইসলাম।
অতিরিক্ত পুলিশ সুপারদের প্রধান করে গঠিত এ বিশেষ কমিটিতে দু’জন সহকারী পুলিশ সুপার, দু’জন পরিদর্শক এবং দু’জন উপ পরিদর্শককে সদস্য হিসেবে রাখা হয়েছে।