লিগ ওয়ানে টানা দু’ম্যাচ ড্র করার পর অবশেষে জয়ের মুখ দেখল প্যারিসি সাঁ জাঁ৷মঙ্গলবার রাতে গুইনগাম্পকে ৩-০ গোলে হারিয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা৷অ্যানহেল ডি মারিয়া, জালাটন ইব্রাহিভোমিচ, জ্যাভিয়ার প্যাস্তোরে ও অ্যানহেল ডি মারিয়া গোল করেছেন ম্যাচে৷ম্যাচের ১৮ মিনিটেই দলকে এগিয়ে দেন প্যাস্তোরে। শুরুতে এগিয়ে গেলেও দ্বিতীয় গোলের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে ইব্রাদের। ম্যাচের ৭৭ মিনিটে স্কোরলাইন ২-০ করেন প্যাস্তোরের আর্জেন্তাইন সতীর্থ ডি মারিয়া। নতুন ক্লাবের জার্সিতে ইব্রার এটা দু’নম্বর গোল৷ম্যাচের ৮৩ মিনিটে পিএসজির তিন পয়েন্ট নিশ্চিত করেন ইব্রা। সুইডেনের এই স্ট্রাইকারের চলতি মরশুমে এটাই দ্বিতীয় গোল। ব্যবধান আরও বাড়ানোর সুযোগ ছিল তার। ৮৭ মিনিটে পেনাল্টিতে গোল করার সুবর্ণ সুযোগ নষ্ট করেন তিনি৷৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানে শীর্ষ স্থান ধরে রয়েছে পিএসজি।
