[english_date]

অবশেষে ঘরোয়া ক্রিকেটে আসিফ ও বাট

২০১০ সালে ইংল্যান্ডে স্পট ফিক্সিং কান্ড ঘটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ ও কারাভোগ করেন বাট, আসিফ এবং আরেক পেসার মোহাম্মদ আমির। সাজা ভোগ করে মুক্তি পাওয়ার পরেও শুধুমাত্র আমির ঘরোয়া ক্রিকেট লিগে খেলার সুযোগ পেয়েছিলেন। কিন্তু বাট ও আসিফকে এতদিন ফেরার সে সুযোগ দেয়া হয়নি।

তবে সম্প্রতি আসিফ এবং বাটকে ঘরোয়া লিগে খেলার সুযোগ দেয়া হয়েছে। প্রথম শ্রেনীর টুর্নামেন্টের জন্য এই দুজনকে দলে নিয়েছে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের একটি বড় দল। এর মাধ্যমেই ক্রিকেটে ফিরছেন আসিফ এবং বাট। তাদের সঙ্গে চুক্তি করার বিষয়টি শনিবার নিশ্চিতও করেছে ঘরোয়া ক্রিকেটের সাবেক চ্যাম্পিয়ন ওয়াটার এন্ড পাওয়ার ডেভেলবপমেন্ট অথরিটির (ওয়াপদা) চেয়ারম্যান জাফর মাহমুদ।

বার্তা সংস্থা এএফপিকে ওয়াপদার চেয়ারম্যান জাফর মাহমুদ বলেন, ‘বাট এবং আসিফকে পাওয়া যাবে বলে আমাকে জানানো হয়েছে। সুতরাং আমি ক্রীড়া বিভাগকে সামনে এগিয়ে যেতে বলেছি এবং তারা তাদের (দুই খেলোয়াড়) সঙ্গে চুক্তি করেছেন।’

এদিকে পাঁচ বছর পর ঘরোয়া লিগে সুযোগ পেয়ে উচ্ছসিত বাট। তিনি এ প্রসঙ্গে বলেন, ‘আমি এখন কিছু কিছু অনুশীলন করছি এবং প্রথম শ্রেনীর ক্রিকেটে ফিরতে আমি মুখিয়ে আছি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ