[english_date]

অবশেষে খুঁজে পাওয়া গেল ধোনির বউকে

অবশেষে খুঁজে পাওয়া গেল ধোনির বউকে। ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জীবনী ক্যামেরায় বন্দি করছেন বলিউডি পরিচালক নীরজা পান্ডে। কিন্তু ধোনিকে পেলেও মন মতো মহেন্দ্র সিং-এর অর্ধাঙ্গিনীকে খুঁজে পাচ্ছিলেন না পরিচালক। অবশেষে খোঁজ মিলল সাক্ষীর। ধোনিপত্নীর চরিত্রে অভিনয় করবেন কিয়ারা আডবাণী।
সাক্ষীর জন্য বলিউডের পরিচিত মুখ চাইছিলেন না নীরজা। একদম নতুন কাউকে চাইছিলেন তিনি। ঘনিষ্ঠ-সূত্রের খবর, অডিশনে কিয়ারাকে দেখেই পছন্দ হয় পরিচালকের। সুশান্তের সঙ্গে তার রয়ায়নও মনে ধরেছিল নীরজের। শোনা যাচ্ছে, চরিত্রের জন্য নিয়মিত অনুশীলন করছেন কিয়ারা।
ফাগলি ছবি দিয়ে বলিউডে পা রেখেছেন ২৩ বছরের কিয়ারা। ‘আ ওয়েডনেসডে’, ‘স্পেশাল ২৬’, ‘বেবি’র মতো ছবি উপহার দেওয়ার পর নীরজের আগামী ছবির দিকে তাকিয়ে রয়েছে দর্শক।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ