৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

অবনী মোদীর দাবি, তিনি নরেন্দ্র মোদীর মেয়ে

মুক্তি পেয়েছে ট্রেলর। এবার মুক্তির অপেক্ষায় মধুর ভান্ডারকরের নতুন ছবি ক্যালেন্ডার গার্লস। ছবিতে একাধিক নতুন মুখ দেখতে পাওয়া যাবে। রয়েছেন আকাঙ্খা পুরি, অবনী মোদী, কায়রা দত্ত, রুহি সিং ও শতরূপা পাইন। তবে এর মধ্যে অবনী মোদীর দাবি, তিনি নরেন্দ্র মোদীর মেয়ে। গুজরাতের এই মডেলের এটাই প্রথম ছবি। তার মধ্যে এই মন্তব্য তাঁকে বিশেষভাবে স্পটলাইটে এনেছে।

নবভারত টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে অবনী জানিয়েছেন যে একথাই সাধারণত লোকজনকে বলে থাকেন তিনি। সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়, তিনি নরেন্দ্র মোদীর কেউ হন কিনা কারণ তাঁরা দু’জনেই একই রাজ্যের ও একটি সারনেমের অধিকারী। যতবারই তাঁকে একথা জিজ্ঞেস করা হয় তিনি বলেন, ”আমি নরেন্দ্র মোদীর মেয়ে।” তাঁর কথায়, ”শুধু গুজরাতের মেয়েরাই নয় দেশের সব মেয়ের কাছেই নরেন্দ্র মোদী বাবার মত।” বারবার একই প্রশ্নের সম্মুখীন হওয়ায় এই উত্তর দেওয়া শুরু করেছেন তিনি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ