[english_date]

অপ্রতিরোধ্য সেরেনা

দুরন্ত, অপ্রতিরোধ্য সেরেনা৷ একের পর এক খেতাব জিতেই চলেছেন এই আমেরিকান তারকা ৷জিতে নিলেন সিনসিনাটি ওপেনও ৷ সিমোনা হালেপকে হারিয়ে দিয়ে সিনসিনাটি ওপেন চ্যাম্পিয়ন হলেন সেরেনা ৷

প্রতিযোগিতার তৃতীয় বাছাই হালেপকে সরাসরি ৬-৩, ৭-৬(৭-৫) সেটে হারিয়ে দিয়ে সিনসিনাটির মহিলা সিঙ্গেলস খেতাব জিতে নিয়েছেন সেরেনা৷প্রথম সেটে দ্রুত জয় পেলেও, দ্বিতীয় সেটে অবশ্য কিছুটা লড়াই করেছেন সিমোনা ৷ ওই সেটটি জিততে কিছুটা বেগ পেতে হয়েছে বিশ্বের এক নম্বর তারকাটিকে৷

সেরেনা বলেছেন, ‘সিমোনা আমাকে সত্যিকারের চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিল এদিন ৷ তাই এই লড়াই জিতে আমি খুব খুশি ৷ ফের আরও একটি খেতাব জিতলাম ৷ তাই সত্যিই ভালো লাগছে৷’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ