১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াচ্ছে রোহিঙ্গারা: র‌্যাবের ডিজি

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, রোহিঙ্গারা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াচ্ছে।

তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ক্ষেত্রে রোহিঙ্গাদের কর্মকাণ্ড বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দেশে আশ্রিত রোহিঙ্গারা ভুয়া পাসপোর্ট বানিয়ে বিদেশে পালিয়ে যাচ্ছে। এছাড়া রোহিঙ্গারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে।

রাজশাহী শহরের উপকণ্ঠ কাশিয়াডাঙ্গা কলেজ মাঠে স্থানীয় দুস্থ ও গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে র‌্যাবের মহাপরিচালক সোমবার (৩০ জানুয়ারি) বিকালে এসব কথা বলেন।

র‌্যাবের ডিজি বলেন, মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা মাদক, সন্ত্রাস ও জঙ্গি কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। তারা ভুয়া পাসপোর্ট বানিয়ে বিদেশে পালিয়ে যাচ্ছে। দেশের মধ্যে নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। রোহিঙ্গাদের এসব অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে র‌্যাব কাজ করছে।

এম খুরশীদ হোসেন বলেন, সাম্প্রতিক সময়ে বান্দরবানের কিছু এলাকায় পাহাড়ে জঙ্গি ও সন্ত্রাসীদের তৎপরতা বেড়েছে। তাদের দমনে জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছে আইনশৃঙ্খলা বাহিনী। এ জন্য প্রশাসন ধাপে ধাপে ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় রেখেছে বান্দরবান জেলার কিছু এলাকা।

এদিকে রোহিঙ্গা ছাড়াও পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য বড় চ্যালেঞ্জ বলে জানান র‌্যাবের ডিজি।

তিনি বলেন, ‘পাহাড়ে বিচ্ছিন্নতাবাদী ও জঙ্গি সংগঠন রয়েছে। তারা এখন কোরআন ও হাদিছের মিথ্যা ব্যাখ্যা দিয়ে এবং সামাজিক মাধ্যম ব্যবহার করে তরুণদের মগজ ধোলাই করছে। এলাকার সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে তাদের প্রতিরোধ করা হবে।

র‌্যাবের মহাপরিচালক বলেন, প্রতিষ্ঠাকালীন সময় থেকেই র‌্যাব দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে নিয়মিত জঙ্গি, অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, ভেজাল পণ্য, ছিনতাইকারীসহ মাদকসেবী গ্রেপ্তার এবং বিভিন্ন অর্থ সামাজিক কাজ বন্ধে অবদান রেখে আসছে। পাশাপাশি র‌্যাবের মানবিক কাজের মধ্যে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় ত্রাণ বিতরণ, করোনাকালীন সময়ে গরীব ও দুস্থদের মধ্যে খাবার ও চিকিৎসা সহায়াতাসহ এতিমদের মধ্যে খাদ্য বিতরণ করেছে। এর ধারাবাহিকতায় আজ র‌্যাব-৫, রাজশাহীর তত্ত্বাবধানে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল মো. কামরুল হাসান ও র‌্যাব-৫ রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ