৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

অন্তর্বর্তী সরকার ভেঙে দেওয়ার দাবি ইনসানিয়াত বিপ্লবের

জনগণের জান-মালের চরম নিরাপত্তাহীনতা, দ্রব্যমূল্যের অসহনীয় ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ে অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দেওয়ার দাবি জানিয়েছে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ।

শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ থেকে দলটির চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত এ দাবি জানান।

সমাবেশে ইমাম হায়াত বলেন, খাদ্যদ্রব্যের অসহনীয় অগ্নিমূল্যে সীমিত আয়ের সংখ্যাগরিষ্ঠ জনগণের জীবন কঠিন সংকটে পড়ে গেছে। এ নিয়ে জনগণের ক্ষোভ ক্রমশ পুঞ্জীভূত হচ্ছে।

অন্তর্বর্তীকালীন সরকার সিন্ডিকেট নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে।
তিনি বলেন, জঙ্গিবাদ সমর্থিত সমন্বয়ক চক্র ও তাদের উপদেষ্টা পরিষদ দেশের প্রশাসনিক ও আইনশৃঙ্খলার কাঠামো ধ্বংস করে জনগণের জানমাল চরম নিরাপত্তাহীন, মহাবিপজ্জনক, অনিশ্চিত ও অরক্ষিত করে তুলেছে। তাদের কারণেই দেশে সর্বত্র খুন, সন্ত্রাস, ডাকাতি ও বিভিন্ন অপরাধ মারাত্মক আকার ধারণ করেছে। বিগত স্বৈরাচারী সরকারের চেয়েও মারাত্মকভাবে আইন-আদালত-প্রশাসন সব কিছু দলীয়করণ করে জনজীবন মারাত্মক সংকটাপন্ন করে তুলছে।

বিক্ষোভ সমাবেশে আল্লামা ইমাম হায়াত অভিযোগ করেন, সমন্বয়ক গোষ্ঠী ও অন্তর্বর্তী সরকার ধর্মের নামে অধর্ম উগ্রবাদী সাম্প্রদায়িক অপরাজনীতির রাষ্ট্রীয় প্রশ্রয় ও প্রমোট করে ইসলামের শান্তিময় মানবিক ধারা এবং রাষ্ট্রকে বিপন্ন করে তুলেছে। ধর্মের নামে রাজনৈতিক দল ও রাষ্ট্র ধর্মের নির্দেশিত মানবতার রাজনীতির বিপরীত ধর্ম ধ্বংসাত্মক ও গণতন্ত্র বিনাশী এবং রাষ্ট্র ধ্বংসাত্মক স্বৈরতন্ত্র।

অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, জীবন-দ্বীন-রাষ্ট্র-গণতন্ত্র-জীবনের স্বাধীনতা বাঁচাতে হলে ক্ষমতাসীন অবৈধ চক্র ও অন্তর্বর্তী সরকার ভেঙে রাষ্ট্রপতি ও সামরিক বাহিনীর তত্ত্বাবধানে সুষ্ঠু নির্বাচন দিতে হবে।

সমাবেশ শেষে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিতে মিছিল আয়োজন করেন ইনসানিয়াত বিপ্লবের নেতাকর্মীরা।

তবে পুলিশের বাধার মুখে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দিতে যায় দলটির পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ