শেষ পর্যন্ত কোর্টে কি ফিরতে পারবেন তো মারিয়া শারাপোভা? টেনিস মহলের অন্দরে-বাহিরে এ প্রশ্ন এখন। আগে ইঙ্গিত দিয়েছিলেন আবারো টেনিসে ফিরে আসবেন তিনি। টেনিসের ‘গ্লামারগার্ল’ বলা হয় তাকে। কিন্তু কয়েকমাস আগেই তার এই উপমাতে কালিমা লেপে দিয়েছে নিষিদ্ধ ‘মেলডোনিয়াম’। ডোপ টেস্টে পজিটিভ প্রমাণিত হওয়ায় টেনিস থেকে সাময়িক নিষিদ্ধ রয়েছেন মারিয়া শারাপোভা। কিন্তু রুশ টেনিস ফেডারেশনের দিল অশনি বার্তা।
বৃহস্পতিবার রাশিয়ান টেনিস ফেডারেশনের প্রেসিডেন্ট বলেছেন, ‘হয়তো আর কখনো খেলায় ফিরতে পারবেন না শারাপোভা। তার বিষয়টি খারাপ অবস্থার মধ্যেই আছে।’
এরই মধ্যে রুশ টেনিস সুন্দরীর ভবিষ্যৎ নিয়ে তাঁর দেশের টেনিস সংস্থা বিভ্রান্তিকর মন্তব্য করেছে। সংস্থার প্রেসিডেন্ট শামিল তার্পিশচেভ প্রথমে জানান, মাশার পক্ষে কোর্টে ফেরা অসম্ভব। পরে নিজের বক্তব্য পাল্টে জানান, শারাপোভার কোর্টে ফেরা কঠিন। সঙ্গে এও যোগ করেন, বুধবারের শুনানিতে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। ডোপ টেস্টে শারাপোভার দেহে মেলডোনিয়াম নামে একটি পদার্থের উপস্থিতি পাওয়ার পর গত ১২ই মার্চ থেকে সাময়িকভাবে শারাপোভাকে নিষিদ্ধ রাখার সিদ্ধান্ত নেয় আন্তর্জাতিক টেনিস ফেডারেশন। জানুয়ারিতে অস্ট্রেলীয় ওপেন চলাকালীন এই ঘটনা ঘটে।
তাহলে কি আর টেনিসে ফিরবেন না শারাপোভা? এ সম্পর্কে অবশ্য তেমন কিছু বলেননি শারাপোভা। ডোপ টেস্টে শারাপোভার দেহে নিষিদ্ধ মেলডোনিয়াম পদার্থের উপস্থিতি প্রমাণ পাওয়া যায়। যে কারণে ১২ই মার্চ থেকে টেনিস থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয় শারাপোভাকে। তবে এর আগে এ বছরের জানুয়ারিতে নিজের ডোপ টেস্টে পজিটিভ হওয়ার কথা স্বীকার করেছিলেন শারাপোভা। ‘আমি ডোপ টেস্টে ধরা পড়েছি। এর পুরো দায়-দায়িত্ব আমার। আমি আসলে ভুল করেছি। ভক্তদের হতাশ করেছি। যে শাস্তি দেয়া হবে তা আগেই মেনে নিচ্ছি। আশা করি, দ্রুতই আবার কোর্টে ফিরে আসবো।’ এখন সময়েই বলে দিবে শারাপোভা আদৌ টেনিসে ফিরবে কি না।