[english_date]

অনির্বাচিত সরকারের বাজেটে জনগণের কল্যাণ হবে না : আমির খসরু

অনির্বাচিত’ সরকার ও সংসদের বাজেট জনগণের কোনো কল্যাণে আসবে না বলে বাজেট বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় ২০১৫-১৬ বাজেট বাস্তবায়ন সম্ভব নয় এমন মন্তব্য করে তিনি আরো বলেন, দেশে গণতান্ত্রিক ও বিনিয়োগের পরিবেশ না থাকায় প্রবৃদ্ধির লক্ষ্য অর্জন সম্ভব নয়।  

আজ বৃহস্পতিবার বিকেলে ২০১৫-১৬ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তার পর পরই বাজেটের ওপর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী।

সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘এখানে একটা সরকার নির্বাচিত নয়, সংসদ নির্বাচত নয়। বাজেট দেওয়া হচ্ছে একটা অনির্বাচিত সংসদে। বাজেটের কোনো ভিত্তিই নেই। একদিকে এই সরকার অনির্বাচিত, অন্যদিকে চলছে লুটপাট। লুটপাটের কারণে কারো শাস্তি হচ্ছে না। জনগণের করের টাকা দিয়ে বাজেটের ঘাতটি পূরণ করা হচ্ছে।’ 

দেশে ব্যক্তি খাতের কোনো বিনিয়োগ আসছে না উল্লেখ করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, ‘ব্যক্তি খাতের বিনিয়োগ ছাড়া তো কোনো প্রবৃদ্ধি অর্জন সম্ভব না। ব্যক্তি খাত কেন বিনিয়োগ করবে? ব্যক্তি খাত দেখছে, দেশে কোনো নির্বাচিত সরকার নাই। আইনের শাসন নাই।’ 

যেখানে সরকারি বিনিয়োগের মধ্যে ব্যাপক দুর্বলতা, অনিয়মের কারণে এটা দেশের মানুষের কোনো লাভে আসছে না বলেও মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ